বাগমারা নির্যাতিত নারীকে সেলাই মেশিন ওকাটা কাপড় প্রদান


নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা স্বামী দ্বারা নির্যাতিত এক নারীকে বিনামূল্যে সেলাই মেশিন কাটা কাপড় প্রদান করা হয়েছে। মঙ্গলবারবেলা ১২ টায় বাসুপাড়া ইউনিয়ন দেউলিয়া গ্রামেপারিবারিক সহিংসতার শিকার সোনালী খাতুন কে ব্র্যাকসামাজিক ক্ষমতায়ন কর্মসৃচির পক্ষে এই সেলাই মেশিন ওকাটা কাপড় প্রদান করা হয়।

আয়োজিত সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্কাম্বাম মাহমুদা,ইউপি সদস্য কল্পনা আক্তার সোমা,উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা হাসান হায়দার,এরিয়া ম্যনেজার প্রগতি মাসুদর হক, আঞ্চলিক ব্যবস্থাপক জিল্লুর রহমান, জেলা ব্যবস্থাপক সিইপি মমিনুল ইসলাম সহ১৪ নং পল্লী সমাজের সভার প্রধান জাহানারা বেগম,ক্যামিয়ার আঙ্গুরা বেগম, এবং ব্র্যাক সামাজিক কর্মসূচির সংগঠক আফরোজা খাতুন।