বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের বাগাতিপাড়ায় ৫ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। সোমবার সকালে উপজেলার বড়াল সভা কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সফল জননী ক্যাটাগরিতে (জেলা ও উপজেলা পর্যায়ে) মোছা. আছিয়া বেগম, শিক্ষা ও চাকুরীতে (জেলা ও উপজেলা পর্যায়ে) আয়েশা আক্তার, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী সাথী সুলতানা,সমাজ উন্নয়নে মুর্শিদা বেগম এবং নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুতে আয়শা বেগমকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।
বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই ¯েøাগানে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে র্যালী বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহ-সভাপতি মাহাবুব হোসেন’র সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু’র স্বাগত বক্তব্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও উপজেলা বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার তুলে দেওয়া হয়।