আরিফুল ইসলাম তপু: নাটোরের বাগাতিপাড়া নবাগত উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন মোছাঃ সুফিয়া সরকার । সোমবার দুপুরে নতুন কর্মস্থলে আসা উপলক্ষে তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান জানিয়েছে উপজেলা প্রেসক্লাব’র সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, নবাগত এসিল্যান্ড সুরাইয়া মমতাজ, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও দৈনিক ইত্তফাক’র সাংবাদিক আরিফুল ইসলাম তপু, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী রিয়াজুল ইসলাম রিয়াজ, সদস্য ও দৈনিক প্রতিদিনের সংবাদ’র উপজেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার’র উপজেলা প্রতিনিধি মুক্তার হোসেন প্রমুখ।
ইউএনও সুফিয়া সরকার জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ করে, ৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারে অন্তরভুক্ত হন।
এই প্রথম পদন্নতি পেয়ে ইউএনও হিসেবে বাগাতিপাড়া উপজেলাতে দায়িত্ব গ্রহন করেন। এসময় নবাগত ইউএনও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মাধ্যমে উপজেলাবাসীকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সার্বিক কাজের সহযোগীতা চেয়েছেন।