বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ার ১নং পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে উপজেলার লোকমান পুর বাজারে এই সভাঅনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন,প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সেকেন্দার রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্ন সেক্রেটারি সুকুমার মুর্খাজী, অর্থ্ সম্পাদক আজিজুল হাকিম ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি রহমত আলী।
বর্ধিত সভায় ১ নং পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের সদ্য প্রয়াত সভাপতি মরহুম রেজাউল ইসলাম শুকুরের মৃত্যুতে সিনিয়র সহ-সভাপতি শ্রী ভবেন্দ্রনাথ বিশ্বাসকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান ও ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি নয়েজ মাহমুদ দুইটা মাদক মামলার আসামী হওয়ায় ইতিপূর্বে সেক্রেটারি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল আজ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় আনুষ্ঠানিক ভাবে অব্যাহতি দিয়ে ১ম যুগ্ম-সেক্রেটারি প্রভাষক হামিদুল ইসলাম মিলন কে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। পাশাপাশি ১ নং ওয়ার্ডে সভাপতি নাসির উদ্দিন, সেক্রেটারি মিজানুর রহমান।
২নং ওয়ার্ডে সভাপতি নজরুল ইসলাম টিপু,সেক্রেটারী বেলাল হোসেন। ৩নং ওয়ার্ডের সভাপতি তসলিম উদ্দিন, সেক্রেটারি আকরাম হোসেন। ৫নংওয়ার্ডের আহ্বায়ক মজিবুল হক বাবলু,যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও শ্রী বিরেন চক্রবর্তী সরকার। ৬নং ওয়ার্ডের সভাপতি আলম সরকার মেম্বার, সেক্রেটারি বেলাল সরদার।৭নংওয়ার্ডের আহ্বায়ক বাবলু হোসেন, যুগ্ম আহ্বায়ক মজনু প্রাঃ ও নিত্যনন্দ প্রামানিক।
৮নং ওয়ার্ডের আহবায়ক হজরত আলী, সেক্রেটারি মজিবুর রহমান, মজিবর রহমান ও মোজ্জামেল হক, ৯নং ওয়ার্ডের সভাপতি তসলিম উদ্দিন,সেক্রেটারি আকবর হোসেন।দের নিয়ে ইউনিয়নের ৮ টি ওয়ার্ডের পূর্ণ কমিটি উক্ত সভার মাধ্যমে অনুমোদন দেওয়া হয়। সভায় উপজেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিতি ছিল।