বাগাতিপাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন


আরিফুল ইসলাম তপু : ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জিমনেসিয়াম হল রুমে উদ্ভাবনী মেলার উদ্বোধন ও আনন্দ র‌্যালী বের করা হয়।

ইউ.এন.ও (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু,উপজেলা প্রেসক্লাব’র আহŸায়ক আরিফুল ইসলাম তপু,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৬টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।