বাগাতিপাড়ায় হেরোইনসহ আটক-১


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর। রবিবার দুপুরে উপজেলার হিজলী পাবনাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত জনি হোসেন (৩৩) একই এলাকার আকবর আলীর ছেলে।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক এলতাস উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক হয়। এসময় তার কাছে থাকা ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আটককৃত জনির বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।