বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১১ এপ্রিল) ভোররাতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দলের অভিযানে উপজেলার আশরাফপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামরে মৃত সুলতান প্রামানকিরে ছেেল কামরুল ইসলাম (৩৫) ও চাঁদপুর বেংগাড়ি এলাকার ফজলুর রহমানরে ছেলে ফাইজুল ইসলাম জনি (২৮)। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া একটি মোটরসাইকলে, দুটি মোবাইল সেট, চারটি সীমর্কাড এবং নগদ এক হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়ছে।
এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল বারি , র্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা দেয়ার সত্যতা নিশ্চিত করেন।