বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সিপিসি-২ (নাটোর), র্যাব-৫ একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার এস. এম ফজলুর হক এর নেতৃত্বে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বাঘা থানার মামলা সূত্রে জানা য়ায়, সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার এস, এম, ফজলুল হক এর নেতৃত্বে মঙ্গলবার ২৬ জানুয়ারি রাত সাড়ে ৯ টায় বাঘা থানার গড়গড়ি ইউপির শিমুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক ব্যবসায়ী উপজেলার চাঁদপুর শিমুলতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে নাহিদুল ইসলাম (৩২), কে আটক করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, নাটোর র্যাব পক্ষ থেকে একটি মামলা দিয়েছেন। বুধবার সকালে আসামী নাহিদুল ইসলাম কে কোর্ট হাজ্জতে পাঠানো হয়েছে।