নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন উত্তোলন করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান পৌর মেয়র মোঃ মুক্তার আলী। রোববার দুপুর ১২টায় রাজশাহী বাঘা উপজেলার আড়ানী পৌরসভা কার্যালয় থেকে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী নিয়ে উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম এর নিকট থেকে প্রার্থী মুক্তার আলী মনোনয়ন ফরম উত্তোলন করেন। সবার কাছে দোয়া চেয়ে মোনাজাত শেষে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আড়ানী পৌরসভার ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ সাজদার রহমান ৫ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আজিজল রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মুক্তার আলী বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ, পূজা উদযাপন কমিটির সভাপতি রাম গোপাল সাহা, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক মজনু ও মাজদার রহমান প্রমুখ।