বাবর-রিজওয়ানের মুগ্ধ শ্রোতা লিটন!


লিটন দাসের সঙ্গে কথা বলছেন বাবর ও রিজওয়ান। ছবি : সংগৃহীত

দল জিততে পারেনি। তবে ব্যাট হাতে পাকিস্তানের বিপক্ষে দিনটা ঠিকই রাঙিয়েছেন লিটন দাস। মাত্র ৪২ বলে উপহার দিয়েছেন ৬৯ রানের চমৎকার ইনিংস। তবুও দিন শেষে দলের ফলাফলটাই যে আসল। সেই বাস্তবতা মেনে নিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করেছেন লিটন দাস।

তবে হারের ম্যাচ শেষে লিটনকে দারুণ মুহূর্ত উপহার দিয়েছেন প্রতিপক্ষ দলের দুই তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বুঝিয়েছেন লিটনকে, দিয়েছেন নিজেকে আলাদাভাবে গড়ে তোলার পরামর্শ।

পাকিস্তানের ফেসবুক পেইজে দেখা যায়, আজকের ম্যাচ শেষে লিটনের সঙ্গে কথা বলছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

বাংলাদেশি তারকাকে বাবর পরামর্শ দিলেন, লোকের কথায় যেন কান না দেন। সেই সঙ্গে যেন নিজের মনের কথা শোনেন। এতে নির্ভার থাকা যায়। ভালো খেললেও লোকের কথা বন্ধ হবে না। খেলতে গেলে মানসিকভাবে ফিট থাকা খুব দরকার। রিজওয়ানও সায় দিলেন কাপ্তানের কথায়।

রিজওয়ানকে পাল্টা প্রশ্ন করেন লিটন। যখন তোমার খারাপ সময় যায়, কীভাবে সামলাও? রিজওয়ান তখন সুন্দর করে বুঝিয়ে দিলেন। পাকিস্তানি ওপেনার বললেন, ‘শূন্য হবে, দশ হবে, সেঞ্চুরিও হবে। এর জন্য পরিশ্রম করতে হবে। অন্যদের চেয়ে নিজেকে আলাদাভাবে গড়ে তুলতে হবে।’

লিটন তখন মুগ্ধ শ্রোতা। রিজওয়ান যোগ করেন, ‘আমরা ভাবি হয়তো ১০ ম্যাচ খারাপ যাবে। পরের দশ ম্যাচে নিয়মিত ভালো খেলব। কিন্তু বড়ো খেলোয়াড়েরা ভাবে ২০ ম্যাচ খেললে হয়তো ৪ ম্যাচ খারাপ যাবে। যাক। বাকিগুলোতে পারফর্ম করব।’

বাবর নিজের কথা শেষ করে শুরুতেই চলে গেছেন। লিটনের পিঠ চাপড়ে রিজওয়ানও নিজের পথ ধরলেন। যেতে যেতে লিটনকে অল্প কথায় আরও হয়তো কিছু বুঝিয়ে দিলেন। শ্রোতা লিটন হওয়াতে তাঁর উপর ভরসা করাই যায় যে, কথাগুলো মাথায় গেঁথে সেই অনুযায়ী বিশ্বকাপের আগে তৈরি হবেন!