অন্তর্জালে শনিবার গুঞ্জন ছড়ায়, সম্প্রতি আঠারোয় পা দেওয়া ছেলে ঈশানকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। বিভিন্ন মাধ্যমে খবর বেরোয়, বাবা দিবস উপলক্ষে ছেলেকে তিন কোটি রুপি দামের গাড়ি উপহার দিয়েছেন সোনু। তবে সেই আজ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এ তারকা।
বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ছেলেকে গাড়ি উপহার দেওয়ার খবর উড়িয়ে দিয়েছেন সোনু সুদ। বলেছেন, ‘এর কোনো সত্যতা নেই। ছেলের জন্য আমি গাড়ি কিনিনি। গাড়িটি আমাদের বাড়িতে ট্রায়ালের জন্য আনা হয়েছিল। আমরা পরীক্ষার জন্য চালিয়েছিলাম। কিন্তু এখানেই শেষ। আমরা গাড়ি কিনিনি।’
আজ বিশ্ব বাবা দিবস। সোনু অবাক হয়েছেন এ দিবস উপলক্ষে গুঞ্জন চাউর হওয়ায়। তিনি বলেন, ‘বাবা দিবসে কেন আমি ছেলেকে গাড়ি উপহার দেব? ওর কি আমাকে উপহার দেওয়া উচিত নয়? এটা তো আমার দিন! কৌতুক বাদ দিলে বাবা দিবসে সবচেয়ে বড় উপহার পেয়েছি যা, তা হলো দুই ছেলে আমার সঙ্গে সময় কাটাচ্ছে। আমি ওদের খুব কমই সময় দিতে পারি। এখন ওরা বড় হচ্ছে, তাদের নিজের জীবন রয়েছে। তো, ওদের সঙ্গে সময় কাটানোটাই বিলাসের; আমি মনে করি, এটা আমি অর্জন করেছি।’
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে নিজেকে যেন নতুন করে চিনিয়েছেন সোনু সুদ। আটকেপড়া অভিবাসী, বন্যাদুর্গত মানুষ, করোনাযোদ্ধা ও অভাবী মানুষকে নিজের সাধ্যানুযায়ী সাহায্য করে উঠে এসেছেন পাদপ্রদীপের আলোয়।
গত বছরের মতো এবারও মানুষকে সহায়তা করছেন তিনি। ভারতবাসীর কাছে সোনু হয়ে উঠেছেন ‘রিয়েল লাইফ হিরো’।