বিএনপির মনোনীত সাইফুল’কে ধানের শীষ মার্কায় ভোট দিন- সাবেক এমপি লালু


ক্যাপশন: বগুড়ার গাবতলী পৌরসভার নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে বাড়ীবাড়ী গিয়ে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

আল আমিন মন্ডল (বগুড়া) :  বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সাইফুল ইসলাম’কে ধানের শীষ মার্কায় ভোট দিন। বিএনপি এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মার্কা ধানের শীষ। আমাদেরকে যে কোন মূল্যে ধানের শীষ মার্কা’কে জয়যুক্ত করতে হবে। তিনি গতকাল বুধবার বগুড়ার গাবতলী পৌরসভার নির্বাচন উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পথসভা এবং বাড়ী বাড়ী গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদ উন নবী সালাম, গাবতলী থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক নতুন, ফিরোজ মন্ডল, জাহিদুল ইসলাম, মতিউর রহমান কামাল, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আগানিহাল বিন জলিল তপন, সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান।

জেলা স্বেচ্ছাসেবকদল নেতা মাজেদুর রহমান জুয়েল, সরকার মুকুল, বিএনপি নেতা আক্তারুজ্জামান লিটন, শাহ আলম রাসেল, শ্রমিকদল নেতা রাশেদুর রহমান রাঙ্গা, মহিলা নেত্রী সহমিনা আক্তার রুমা, যুবদল নেতা মজনু, রুহিন, লতিফ, মিন্টু, মতি, সোহাগ, মোস্তা, লুৎফর, মহব্বত, সেন্টু, সম্রাট, আশরাফুল, মতিন, রেজা, ঈমান, ইউনুছ, সঞ্জু, রুনু, শাহআলম, সাইদুল, কাদের, মিল্লাত, জনি, জাফর, জাহিদ, বেলাল, বিলাস, হাকিম, সাদ্দাম, রনি, শাখিল, খায়রুল, শাহীন, হান্নান, আতিক, উজ্জাল, আদি, ছাত্রদল নেতা মুন, মোহন, আল আমিন, বিপ্লব, সৌকত, সাখাওয়াত, মিল্টন, তৌহিদ, রিওন, জাহিদ, নোমান, সজিব, শহিদুল, হান্নান, মোস্তা, তৌকির, মোক্তাদির, রাশেদ, আনিছার, রবিউল, শুভ, ছালাম, জুয়েল, জিয়াউল, নাইদ, তৌহিদুল, তাসকিন, শামীম, নাদির, রিপন, রঞ্জু, রেজওয়ান, রাঙ্গা, সিমান্ত, জিয়ন, জোবায়ের, রানা, সজিব, মিনু, আকাশ, নোমান প্রমূখ।