
এ বিষয়ে পুলিশ জানায়, তারা দু’জন ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলযোগে ফুলবাড়ীর দিকে যাচ্ছিল। পথে কাউগাঁ রাজাপুকুর এলাকায় ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কেরে উপর বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে দু’জনেই নিহত হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে ২২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
কোতয়ালী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।