বিজয়ের নায়িকা হতে পূজা নিচ্ছেন সর্বোচ্চ ৩ কোটি


ভারতীয় তারকা পূজা হেজ ও থালাপথি বিজয়। ছবি : সংগৃহীত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার থালাপথি বিজয়ের নায়িকা হতে নিজের ক্যারিয়ারসর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন ‘হাউসফুল ফোর’ অভিনেত্রী পূজা হেজ। ‘থালাপতি ৬৫’ সিনেমার জন্য তিন কোটি রুপি নিচ্ছেন এই নায়িকা, যা তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ।

এক সূত্রের বরাতে বলিউড ভিত্তিক গণমাধ্যম পিঙ্কভিলার খবর, পূজার এই পারিশ্রমিক বৃদ্ধির কারণ দেশজুড়ে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি। বেশ কিছু চলচ্চিত্রের কাজের প্রস্তাব থাকলেও এই নায়িকা বিজয়ের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া করেননি।

 

সান পিকচার্সের ব্যানারে পরিচালক নেলসন দিলীপকুমার নির্মাণ করেছেন ‘থালাপতি ৬৫’। এটি বিজয়ের ৬৫তম সিনেমা। ভারত ছাড়াও জর্জিয়া ও রাশিয়াতে থ্রিলার সিনেমার শুটিং হওয়ার কথা আছে।

এই সিনেমা ছাড়াও পূজার হাতে আছে সালমান খানের সঙ্গে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, প্রভাসের সঙ্গে ‘রাধে শ্যাম’ ও রণবীর সিংয়ের সঙ্গে ‘সার্কাস’।

অন্যদিকে, থালাপথি বিজয়কে সবশেষ লোকেশ কনগরাজ পরিচালিত ‘মাস্টার’ সিনেমায় দেখা গেছে, যেটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। সিনেমাটিতে খলনায়ক ছিলেন বিজয় সেতুপতি।