বিজয় দিবস উপলক্ষে ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ঘোড়দৌড় প্রতিযোগিতা


  ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সামাজিক মহান বিজয় দিবস উপলক্ষে ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর বিকেল ৪ টায় উমার ইউনিয়নের শেখায়পুর মাঠে নওগাঁর ঐতিহ্য ও ধামইরহাট উপজেলার গর্ব কিশোরী ঘোর সাওয়ারী তাসমিনাকে এক নজর দেখতে বিশাল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়।

উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন।

 

ঘোড়দৌড় খেলায় বিশেষ অতিথি হিসেবে ধামইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, অফিসার ইনচার্জ আবদুল মমিন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আব্দুর রউফ মন্ডল, ফরমুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোজাম্মেল হক, আব্দুর রশিদ, অনুষ্ঠানের অন্যতম সহযোগি ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, উপজেলা আ’লীগ নেতা মাসুদুর রহমান. প্রধান শিক্ষক, ও সঞ্চালক তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, ওয়ার্ড আ’লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, ইউপি সদস্য আইয়ুব হোসেন, উপজেলা ছাত্রলীগ সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

প্রতিযোগিতা শেষে ৬ বছরের শিশু ঘোড়সাওয়ারী ফরহাদ হোসেন বিজয়ী হন ও দ্বিতীয় রাউন্ডে তাসমিনা ১ম নির্বাচিত হন।