বিজয় দিবস উপলক্ষে ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার দেলুটিতে বিজয় দিবস উপলক্ষে ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকালে আলোকদ্বীপ বাজার সার্বজনীন পূজা উদযাপন পরিষদের আয়োজনে ৮ দলীয় এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় নির্মল কান্তি মন্ডলেরর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি ছিলেন দেলুটি ইউ পি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) রিপন কুমার মন্ডল, শিক্ষক সুকৃতি মোহন সরকার, লতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস সহ আওয়ামীলীগ, কৃষকলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।