
এসময় এক মিনিট নিরবতা পালনসহ দোয়া ও মোনাজাত করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সহ সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সাহা,
জেলা যুব লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আফরোজ শিল্পীসহ নেতৃবৃন্দ। জেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। জেলার অন্যান্য উপজেলাতেও নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।