বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গাবতলীতে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প উদ্বোধন


বগুড়া প্রতিনিধি: ১৪ নভেম্বর ২০২০ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গতকাল শুক্রবার দিনব্যাপী বগুড়ার গাবতলী কাগইল তিনমাথা মোড়ে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প ও স্বাস্থ্য তথ্য সেবা প্রদান করা হয়েছে। মমিন সার্জিক্যাল এন্ড মেডিসিন সেন্টার আয়োজনে ইনান মেডিক্যাল লিমিটেড এর সার্বিক সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস ক্যাম্প উদ্বোধন করেন সমাজসেবক আব্দুল মমিন আকন্দ।

 

এ সময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক-সুজন এর কাগইল ইউনিয়ন কমিটির সভাপতি মনোজ কুমার মন্ডল, সাধারন সম্পাদক আল আমিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, মেডিসিন সেন্টার এর আব্দুল মালেক বাঁধন, সাজ্জাদুল ইসলাম সম্রাট, আব্দুর রহমান সজিব, শামীম ইসলাম, জিহাদ আকন্দ, মেহেদী হাসান, কমিউনিটি পুলিশিং ফোরাম নেতা কৃষ্ণ কুমার ও সুজন নেতা শফিকুল ইসলাম প্রমূখ।

উল্লেখ, ক্যাম্পে তাইঅন কোম্পানি গ্লোকো সিউর অটো কোড মিটার মেশিন দিয়ে ফ্রি ডায়াবেটিস পরিক্ষা এবং ডায়াবেটিস বিষয়ে তথ্য সেবা প্রদান করা হয়। দিনব্যাপী ক্যাম্পে তিন শতাধিক মানুষ’কে ফ্রি ডায়াবেটিস পরিক্ষা করা হয়েছে।