বিয়ের আগেই ‘দুই মেয়ের’ মা হয়েছিলেন রাবিনা


তখনও বিয়েই হয়নি, অথচ মা হয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী রাবিনা টেন্ডন। হ্যাঁ, অবাক করা মতো মনে হলেও এটিই সত্যি যে, মাত্র ২১ বছর বয়সেই মা হয়ে যান এ অভিনেত্রী। তা-ও আবার একটি নয়, দুই সন্তানের মা হন তিনি।

তবে এখানেও একটা ‘কিন্তু’ রয়ে যায়। মা তিনি হয়েছিলেন ঠিকই, কিন্তু সেই দুই সন্তান তার গর্ভজাত ছিল না। দুজনই ছিল দত্তক নেয়া। অর্থাৎ ক্যারিয়ারের সূচনাকালেই দুই দত্তক মেয়ের দায়িত্বভার নিয়ে মা হয়ে উঠেন রাবিনা।

এ নিয়ে অভিনেত্রীর ভাষ্য- ‘সময়টা আমার জন্য সহজ ছিল না। অনেকে শুভাকাঙ্ক্ষীই আমাকে বাধা দিয়েছেন। তখন আমার বয়স ছিল মাত্র ২১ বছর। দুই সন্তানসহ কে আমাকে বিয়ে করতে চাইবে, এ নিয়ে আমাকে কাছের লোকেরা সতর্ক করেছিল। কিন্তু আমি কারও কথা শুনিনি।’

রাবিনার দত্তক নেয়া সেই দুই কন্যার নাম পূজা ও ছায়া। এরপর ধীরে ধীরে আদর-সোহাগে মাতৃত্বের স্নেহ দিয়ে দুই মেয়েকে বড় করতে থাকেন অভিনেত্রী। তাদের সঙ্গে জড়িয়ে যায় তার জীবন। অভিনয়ের পাশাপাশি দুই দত্তক মেয়েকে বড় করে তোলাকে জীবনের অন্যতম দায়িত্ব বলে জেনেছিলেন তিনি।

বর্তমানে রাবিনার দুই দত্তক মেয়েই বিয়ে করে সংসার করছেন। একটা সময় পূজা ও ছায়াকে নিয়েই অনিল থাডানির সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়েন এই বলিউড অভিনেত্রী।