বিয়ের পরই বুমরাহ-সঞ্জনার গোপন ভিডিও ভাইরাল!


ক্রীড়া উপস্থাপক সঞ্জনা গণেশনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন ভারতীয় ক্রিকেটের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। গোয়ার এক বিলাসবহুল হোটেলে তাদের বিয়ে সম্পন্ন হয়।

করোনা পরিস্থিতির কারণে অনেকটা গোপনীয়তা রক্ষা করেই বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের আসরে মোবাইল ফোন পুরোপুরি নিষিদ্ধ রাখা হয়। তবে তা ছাপিয়ে বুমরাহর বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে।

সেই ভিডিওতে বুমরাহ ও সঞ্জনার মালাবদলের দৃশ্যটি ধরা পড়েছে। এছাড়াও বধূবেশে সঞ্জনার কিছু ছবিও ভিডিওতে জুড়ে দেয়া হয়েছে।

এদিকে বুমরাহ নিজেই সোস্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- ‘প্রেমের জোয়ারে ভেসে আমরা নতুন জীবনে যাত্রা করলাম। আজ আমাদের জীবনের সবচেয়ে সুখের দিন। বিয়ের খবর ও আমাদের উচ্ছ্বাসের কথা শেয়ার করতে পেরে আমরা অভিভূত।’

ইনস্টাগ্রামে চবি পোস্ট করে একই কথা লিখেছেন সঞ্জনাও।

খেলার মাঠের উপস্থাপনায় পরিচিত মুখ সঞ্জনা আইসিসির একাধিক আসরেও উপস্থাপনা করেছেন। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপেও তাকে উপস্থাপনায় দেখা গেছে।