নিয়ামতপুর প্রতিনিধি: নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্ত—পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজুল ইসলাম গতকাল শুক্রবার সন্ধায় চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়ার পথে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন থেকে দূরারোগ্য ব্যধিতে ভূগছিলেন। তার এক মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে যান।
তিনি ২০০২ থেকে ২০০৯ পর্যন্ত শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেন। শনিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় পীরপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
মুঠোফোনে খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার(এমপি) যুক্ত হয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, আলহাজ্ব মফিজুল ইসলাম আমার অত্যন্ত বিশ্বাসভাজন ব্যক্তি ছিলেন। ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যদি কারও মনে কোন কষ্ট দিয়ে থাকেন তবে সবাই তাকে ক্ষমা করে দিবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সাবেক বীরমুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, বীরমুক্তিযোদ্ধা সুভাস কান্ত সরকার, সকল ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রমূখ।
এরপর তাকে পীরপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীরমুক্তিযোদ্ধার জানাযায় উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।