ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা এখনো প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দ্রুতই প্রকাশ করা হবে নতুন তালিকা। এবারের কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়দের বেতন ১০ থেকে ২০ শতাংশ করে বাড়ানো হবে। আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
এবারের কেন্দ্রীয় চুক্তির তালিকায় কিছুটা পরিবর্তন আনছে বিসিবি। বোর্ডপ্রধান নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছেন, ক্রিকেটারদের ফরম্যাট বাছাইয়ের ক্ষেত্রে পছন্দ জেনে তালিকা করা হবে। তাই তালিকা প্রকাশ করতে কিছু দেরি হচ্ছে। তবে ক্রিকেটারদের বেতন যে বাড়তে যাচ্ছে তা মোটামুটি নিশ্চিত করেই জানালেন আকরাম খান।
এ ব্যাপারে সাংবাদিকদের আকরাম খান বলেন, ‘করোনা পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড় ও স্টাফদের বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছিলাম বেতন বাড়ানোর জন্য। তিনি বলেছেন, বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য। আমরা মৌখিকভাবে অনুমোদন নিয়েছি বেতনটা বাড়বে, তবে সেটার সময় নিতে হবে।’
বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘বোর্ড সভার পর নির্বাচকদের সঙ্গে বসে মোটামুটি কিছু জেনেছি। দুই একদিনের মধ্যে খেলোয়াড়দের চিঠি পাঠিয়ে দেওয়া হবে। ওরা কোন ফরম্যাটে খেলতে আগ্রহী সেটা জানানোর জন্য। সেটা আসার সঙ্গে সঙ্গেই চুক্তিটা চূড়ান্ত করে ফেলব। বিবেচনায় ২৩-২৪ জন আছে কিন্তু চুক্তি এত জনের হবে না।’
এবারের কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এ ছাড়া চুক্তির আওতায় আনা হচ্ছে ২২ নারী ক্রিকেটারকে।