বেনাপোলে অস্ত্র-গুলি ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক


বেনাপুল প্রতিনিধি:   যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিনসহ দুই পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) ভোর রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের শ্রী কানাই সরকারের ছেলেশংকর কুমার (২৭) ও একই গ্রামের সাজ্জত আলীর ছেলে আজিম শেখ পঁচা (১৯)।
তারা দুইজনই পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। আর শংকরের নামে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
ডিবি পুলিশের ওসি সৌমেন জানান, অস্ত্র পাচারের গোপন খবরে, খলসি এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্রের চালান সহ তাদেরকে আটক করা হয়। আটকদের  বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।