ব্যক্তিগত উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতারণ


পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক ব্যক্তিগত উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফেতর উপলক্ষে দারিদ্রদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী দিয়েছেন।

 

তার পক্ষ থেকে পৌর কাউন্সিলর এসএম ইমদাদুল হক ও তার ঘনিষ্ট জনেরা চাল,ডাল,সিমাই,চিনি ও তেল বিতারণ করেন।মঙ্গলবার সকালে ৯ টি ওয়ার্ডে এক হাজার লোকের মধ্যে এসব খাদ্য বিতারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও গন্য মান্য ব্যক্তিবর্গ।

 

চেয়ারম্যান এনামুল হক নির্বাচন নিয়ে প্রতিপক্ষের হামলায় মারাত্মক রক্তাক্ত জখম অবস্থায় খুলনার একটি ক্লিনিকে একমাসের অধিক সময় ধরে চিকিৎসাধীন রয়েছে। যে কারনে তিনি নিজে উপস্থিত থেকে বিতারণ করতে না পারায় সকলের কাছে দঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন।