ব্যবসায় লস খেয়ে প্রেমিকা হারালেন শ্যামল মাওলা!


টেলিফিল্মটির একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

‘ভালোবাসা এই পথে গেছে’ শিরোনামের একটি টেলিফিল্মে কাজ করেছেন অভিনেতা শ্যামল মাওলা। রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন পরিচালক সবুজ খান।

জানা গেছে, ত্রিভুজ প্রেম ঘরানার গল্পের এই টেলিফিল্মে শ্যামল মাওলা ছাড়াও অভিনয় করেছেন শাবাবা শ্রেয়সী, তাসফি, ইকবাল হোসেন, সূচনা শিকদার, সায়কা আহমেদ প্রমুখ।

 

টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, রঞ্জু একজন সফল ব্যবসায়ী। অল্প বয়সেই এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা দাঁড় করিয়েছে সে। তার অফিস থেকে শুরু করে সবকিছুর মধ্যে আভিজাত্যের ছাপ লক্ষ করা যায়। নিউ মডেলের একটি গাড়িও কিনেছে। মিলার সঙ্গে প্রেমের সম্পর্ক রঞ্জুর। তারা একে অপরকে ছাড়া যেন কিছুই বোঝে না!

 

হঠাৎই রঞ্জুর ব্যবসায় বিশাল লোকসান হয়। দিশেহারা হয়ে পড়ে সে। কী করবে বুঝে উঠতে পারে না। এই পরিস্থিতিতে ভালোবাসার মানুষ মিলার ব্যবহারেও কেমন যেন পরিবর্তন আসে। আসলে রঞ্জুর প্রতি তার ভালোবাসার নেপথ্যে ছিল টাকা। রঞ্জুর টাকাও শেষ, মিলার ভালোবাসাও শেষ! তবে রঞ্জুর জীবনে অভাবের কথা জেনেও নিপা পিছপা হয়নি। সঙ্গে থেকে সাহস জুগিয়েছে রঞ্জুকে। নাটকে রঞ্জুর ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা।