ব্র্র্র্যাক ইউডিপি‘র উদ্যোগে মহানগরীতে মাস্ক বিতরণ


প্রেস বিজ্ঞপ্তি: ব্র্র্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) উদ্যোগে নগরীতে ৫০০টি মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর পদ্মা গার্ডেন এলাকায় পথচারীদের মাস্ক প্রদান করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ব্যক্তিগত উদ্যোগেও খাদ্য বিতরণ, মাস্ক বিতরণ, স্যানিটাইজার বিতরণ করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের এ উদ্যোগের পাশে ব্র্র্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) করোনা পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টিতে হাত ধোয়ার কর্মসূচির আয়োজন করে। একই সাথে স্যানিটাইজারও বিতরণ করে। এরই অংশ হিসেবে সোমবার পদ্মা গার্ডেন এলাকায় সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান, দর্শণার্থীদের মাস্ক পরিয়ে দেওয়া হয়।

এ সময় ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন সহ আরবান ডেভলপমেন্ট প্রোগ্রামের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।