ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশি সংখ্যালঘু ইস্যু : ওয়াইসি


বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে হামলাকে হাতিয়ার করে ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের প্রভাবশালী রাজনীতিবিদ এমপি আসাদউদ্দিন ওয়াইসি। এক অনুষ্ঠানে শনিবার ওয়াইসি বলেন, ‘ভারত সরকারের উচিত বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে হামলা নিয়ে মুহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে কথা বলা। বাংলাদেশের এ ধরনের ঘটনাকে হাতিয়ার করে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে কেন?’ ওয়াইসি বলেন, ‘আমি গত ১৩ ডিসেম্বর শুক্রবার সংসদে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব হয়েছি। কিন্তু বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন কেন? এখান থেকে তিনি বক্তব্য প্রচারই বা করছেন কেন? ভারত সরকার কি তার বক্তব্যকে সমর্থন করে?’
গত কয়েক দিন ধরেই বাংলাদেশে সংখ্যালঘু-নির্যাতনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে সক্রিয় বিজেপি। কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন অভিযান, পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্ত অবরোধ, কলকাতার রানি রাসমণি রোডে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সমাবেশে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে ধৃত চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে বিভিন্ন মঞ্চ থেকে সরব হয়েছে বিজেপি। বিজেপি-বিরোধীদের মতে, বাংলাদেশকে সামনে রেখে রাজ্যে মেরুকরণের রাজনীতি করতে চাইছে বিজেপি। এ প্রেক্ষাপটে আসাদউদ্দিনের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মত রাজনীতিকদের।

 

সূত্র: সাপ্তাহিক সোনার বাংলা