ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আবারও বাড়ল


ভারতের সঙ্গে বাংলাদেশের ৩৬টি সীমান্ত বন্ধের মেয়াদ আরও দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ রোববার এ খবর জানিয়েছেন। এ ছাড়া সীমান্তের পাঁচ জেলা লকডাউনের সুপারিশ করেছে টেকনিক্যাল কমিটি, যা পর্যবেক্ষণ করছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, সংক্রমণের হার ৫ শতাংশে এলে সেটিকে স্বাভাবিক বলা হবে। এখন সংক্রমণের হার ৯ শতাংশ। তাই, এখনও করোনা সংক্রমণ স্বাভাবিক বলা যায় না। এ জন্য বিশেষজ্ঞদের পরামর্শে আরও এক সপ্তাহ বিধিনিষেধ বাড়ানো হলো।

 

তবে অনুমতি নিয়ে বেনাপোল, আগরতলা, হিলি, বুড়িমারি—এই চার স্থলবন্দর দিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশিরা প্রবেশ করতে পারবেন। চলাচল বন্ধ থাকলেও আমদানি–রপ্তানি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত গত ২৬ এপ্রিল থেকে বন্ধ রয়েছে। ২৬ এপ্রিল প্রথমবার ১৪ দিনের জন্য স্থলসীমান্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ এ বন্ধের মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়।