ভারতেরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি মন্দিরে পদদলিত হয়ে তিন জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রাজ্যের রাজধানী জয়পুর থেকে ১১০ কিলোমিটার দূরে শিকার জেলার একটি মন্দিরে আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই মন্দিরে মাসব্যাপী মেলায় শত শত ভক্ত জড়ো হয়েছিল। এর এক পর্যায়ে মন্দিরের প্রবেশপথে পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়। এ ছাড়া আহত ব্যক্তিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে কয়েক জনকে জয়পুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এরই মধ্যে এ ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগেও ভারতে ধর্মীয় সমাবেশে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। এর জন্য বিশাল জনসমাগম এবং নিরাপত্তার অভাবকে দায়ী করা হয়।