পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: টানা ভারী বর্ষণে পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে রোপনকৃত আমন ক্ষেত পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ভারী বর্ষণে খামারে রোপনকৃত ৪০ একর জমির মধ্যে ৩৪একর জমির রোপনকৃত চারা তলিয়ে আছে, তার উপর এলাকার পানি খামারের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন রোপনকৃত ধানের চারা পানিতে ভেসে যাচ্ছে।
এ ব্যাপারে খামারের সিনিয়র সহকারী পরিচালক মোঃ হারুন জানান, কয়েক দিনের বৃষ্টির মধ্যে খামারের আমন ধানের চারা রোপন পুরাদমে এগিয়ে চলছিল। এ পর্যন্ত ৪০ একর আমন ধানের চারা রোপন করা হয়েছে।
এর মধ্যে মঙ্গলবার ও বুধবারের ভারী বর্ষণে পুরা খামার পানিতে তলিয়ে গেছে। ৩৪ একর রোপনকৃত ধান পানির নিচে রয়েছে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে পানি নিষ্কাষন হলে রোপনকৃত চারা খুববেশি ক্ষতি হবে না। তবে খামারের উপর দিয়ে পানির স্রোত বয়ে যাওয়ায় রোপনকৃত চারা উপড়ে পানিতে ভেসে গেছে। ভেসে যাওয়া ধানের চারা জায়গায় নতুন চারা রোপন করতে হবে।
তবে পানি নিষ্কাষন না হওয়া পর্যন্ত কেমন ক্ষতি হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। পানি সরে গেলে খামারে পরিবেশ বুঝে নতুন করে ধানের চারা রোপন করা হবে।