নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রথম শহিদ মিনারে ভাষার মাসের শুরুতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। একুশে পরিষদ নওগাঁ আজ সকালে সরকারি বিএমসি কলেজে নওগাঁর প্রথম শহিদ মিনারে ভাষা শহিদ ও ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে এক মিনিটি নীরবতা পালন করে।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর শরিফুল ইসলাম খান, বিন আলী পিন্টু, সহ-সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রতাপ চন্দ্র সরকার প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারী ।
উল্লেখ যে, ১৯৫৬ সালের ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে তৎকালীন বিএমসি কলেজের মাঠে বাঁশ, কাঠ ও কাঁদা মাটি দিয়ে শহিদ মিনারটি নির্মাণ করা হয়।