ভাষাসৈনিক আবুল হোসেনের মৃত্যুতে এমপি বাদশার শোক


শোক বার্তা:  রাজশাহীর ভাষাসৈনিক আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বুধবার (৩১ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় সাংসদ বাদশা ভাষাসৈনিক আবুল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় ফজলে হোসেন বাদশা বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলনে আবুল হোসেন যে অবদান রেখেছেন, তা ভুলে যাওয়ার নয়। তিনি রাজশাহীর প্রতিটি প্রগতিশীর আন্দোলন-সংগ্রামের প্রাণ পুরুষ ছিলেন। তার চলে যাওয়া রাজশাহীবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। জাতি তাকে সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

 

ভাষাসৈনিক আবুল হোসেন বুধবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।