ভূমিহীনদের জন্য ঘর মুজিববর্ষে প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় উপহার -খাদ্যমন্ত্রী


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: শেখ হাসিনা সরকার থাকলে দেশে উন্নয়ন হয়। ভূমিহীনদের জন্য ঘর মুজিববর্ষে প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় উপহার । দেশে এক জনও গৃহহীন ও খাদ্যহীন থাকবেনা। প্রথম পর্যায়ে সারাদেশের প্রায় ৭০ হাজার গৃহহীন মানুষ নিজের ঠিকানা খুঁজে পাবেন।

গত শুক্রবার বিকেলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চৌড়া কশবা এলাকায় তৈরি বাড়ি পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

মন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে সারাদেশে ৮ লাখ পরিবার এমন ঘর পাবে। পরিদর্শনে গিয়ে মন্ত্রী নতুন করে তৈরি করা বাড়িগুলো ঘুরে দেখেন। বাড়িগুলো দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ।

এ সময় আরও সহকারী কমিশনার (ভূমী) নিলুফা সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাহাদুরপুর ইউপিচেয়ারম্যান আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বুলু, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, জাহিদ হাসান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।