ভোলাহাটে জাতীয় শোক দিবস পালিত


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও উম্মে তাবাসসুমের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা পুরুস্কার বিতরণ ও দোয়া পরিচালনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন , উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নুরুল হক, মোঃ মনিরুদ্দীন মন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইকবাল পাশা, উপজেলা বিএমডিএ জোনের সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা সহ-সভাপতি মোঃ আব্দুল গাফফার মুকুলসহ অন্যরা ।

এছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।