ভোলাহাটে জেলা প্রশাসকের উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন


ছবিক্যাপশন-ভোলাহাটে জেলা প্রশাসকের উপজেলা প্রশাসনের সকল বিভাগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করছেন, একেএম গালিব খাঁন। এ সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ। এর আগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রৃশাসক একেএম গালিব খাঁন সোমবার সকাল ১১টায় ভোলাহাট উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন বরেন। এ সময় জেলা প্রশাকের সঙ্গে ছিলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত, শিবগঞ্জ) মোঃ আবুল হায়াত। তিনি উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের মুন্সিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ্ দবির মেম্বার, উপজেলা প্রশাসনের ইঞ্জিনিয়ার আসহাবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার কাউসার আলম সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, কৃষি অফিসার সুলতান আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, মৎস্য অফিসার ওয়ালিউর রহামন, যুব উন্নয়ন অফিসার ওমর ফারুক, অর্থ অফিসার কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল খালেক, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ্, সদর ইউপি চেয়ারম্যান পিয়ারজাহানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক উপজেলা চত্বরে এ কনকনে হাড় কাঁপানো শীতের মধ্যে উপজেলার ১’শ দুস্থ-অসহায় ও প্রতিবন্ধী শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

জেলা প্রশাসক একেএম গালিব খাঁন ভোলাহাট উপজেলা পরিদর্শনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে আরো একধাপ এগিয়ে যাবার আহবান জানান।