
“সেবাই পুলিশের ধর্ম” এ স্লোগানকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে ভোলাহাট থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক শাহনাজ খাতুন, থানার এসআই কামাল হোসেন, ইউপি সদস্য ও ইউপি বিএনপির সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মেম্বারসহ গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, মূলতঃ সর্বস্তরের জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ রেখে নারী, শিশু নির্যাতন, বাল্যবিবাহ বন্ধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করে আসছি। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা কামনা করছি।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে থানা পুলিশের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওসি শাহিনুর রহমান। পাশে অন্যাদের মধ্যে বক্তব্য রাখার দৃশ্য।