
প্রতিনিধি, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মহান বিজয় দিবস ২০২৪ উৎসবমুখর পরিবেশে সোমবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।যথাযোগ্য মর্যাদা আর ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দিনের সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তিমালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সে সাথে ৩১ বার তোপধ্বনি প্রদর্শন।
উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, সমুন্নত ভোলাহাট স্মৃতিসৌধ ও শহীদ বুদ্ধিজীবি মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত, আড়ম্বরপূর্ণ বিজয় মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের) আয়োজন, নক্সীকাঁথার স্টোল, শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ।
বেলা সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সম্বর্ধনা অনুষ্ঠান, বাদ জোহর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত প্রার্থনা।
বেলা ১টায় সকল সরকারি হাসপাতাল, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার ও বেসরকারি এতিমখানা-শিশু সদনসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা।
এছাড়াও সুবিধেমত সময়ে মহিলাদের বিজয় দিবসের আলোচনা সভা ও খেলাধুলা, বিকাল ৩টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের বিজয় দিবসে আলোক সাজসজ্জ্বার মাধ্যমে নানা অনুষ্ঠান ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।







