ভোলাহাটে রেশম প্রযুক্তি উন্নয়ন, বিস্তার ও দক্ষ জনশক্তি সৃষ্টির মাধ্যমে উৎপাদনশীল বৃদ্ধিকরণ শীর্ষক সেমিনার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রেশম প্রযুক্তি উন্নয়ন, বিস্তার ও দক্ষ জনশক্তি সৃষ্টির মাধ্যমে উৎপাদনশীল বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার সকাল থেকে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বীজাগারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের যুগ্ন সচিব মোহাম্মদ অলিউল্লাহ। এ সময় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর পরিচালক এ কে এম আমিরুল ইসলাম, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহা পরিচালক মু আবদুল হাকিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিচালক আব্দুল বারী। সেমিনারে ফার্মিং পদ্ধতিতে রেশম চাষের উপর গুরুত্ব দেওয়া হয়। দক্ষ কৃষক তৈরি করা এবং স্বল্প মুদে ঋণ সুবিধা দেওয়ার বিষয়ক গুরুত্ব দেওয়া হয়।