নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সঙে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছলিম উদ্দিন তরফদার।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভীমপুর ইউনিয়ন পরিষদ এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র। এসময় মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ও খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীনসহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় সাংসদ ছলিম উদ্দিন তরফদার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। সরকার নানাবিধ ভাতা চালু করেছেন। বিএনপি, এরশাদ ও ফখরুদ্দিন সরকারের সময়ে কোন ভাতা দেওয়া হয়নি। শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের সময়ই বিভিন্ন ভাতা দেওয়া হয়।
তিনি বলেন- আমরা যা বলি তা বাস্তবায়ন করে দেখায়। প্রত্যকের বাড়িতে বিদ্যুৎ আছে। যা সরকার পৌঁছে দিয়েছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে কোন সরকার ক্ষমতায় আসবে তা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এসময় উপস্থিত সবাইকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহŸান জানান তিনি।
ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ ইউনিয়নে উপকারভোগীর সংখ্যা- ৬ হাজার ৫শত জন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষা।