মহাদেবপুরে  বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রং মিস্ত্রির মৃত্যু


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ঝুঁকিপূর্ণ ভবনে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মো. রিদয় (২০) নামের এক রং মিস্ত্রির মর্মান্ত্রিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলা সদরের বুলবুল সিনেমাহল এলাকায়। নিহত রিদয় নওগাঁ সদর উপজেলার চকরামচন্দ্রপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে।

সে গতকাল রোববার বুলবুল সিনেমাহল এলাকায় সুরুজ আলমের বিল্ডিংয়ে দোতলায় রং মিস্ত্রি হিসেবে কাজ করার জন্য আসে। কাজের এক পর্যায়ে দুপুরের দিকে দোতলার ছাদে গেলে সেখান দিয়ে প্রবাহিত ৩৩ হাজার কেভি ভোল্টের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে ঝলসে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে সুরুজ আলমের মোবাইলে বার বার ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পল্লীবিদ্যুৎ সমিতি মহাদেবপুর জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. মোস্তাকিন মোবাইলে ফোনে বলেন, এসব ঝুঁকিপূর্ণ ভবনগুলো তাদের না জানিয়েই নির্মাণ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগকে ফোন করা হলে তিনি মোবাইলে এ বিষয়ে মন্তব্য করতে রাজী হননি।a

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।