মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার নওগাঁর মহাদেবপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দুপুর সাড়ে ১২ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. জাহাংগীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো. খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হুসাইন মোহাম্মদ এরশাদ, জেলা পরিষদ সদস্য গোলাম নূরাণী আলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি, মহসিন আলী।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল মমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরেন্দ্র মাল্টিপারপাস কো আপারেটিভ সোসাইটির সভাপতি মো. হাফিজুর রহমান, সমবায় সমিতির প্রতিনিধি নাহিদ মোস্তফা প্রমূখ। এর আগে একটি র্যালী উপজেলা চত্ত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়।