নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদসহ দু’জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা সদরে আরএফএল ভিগো শো-রুমের স্বত্বাধিকারী লক্ষ্মীপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে সোহেল রানা এ মামলা দায়ের করেন।
এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগে জেলা ছাত্রলীগের কমিটি থেকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ।
মামলা সুত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় রাজু আহমেদ, নয়নসহ ৬/৭ যুবক আরএফএল ভিগো শোরুমে গিয়ে স্বত্বাধিকারী সোহেল রানার কাছ থেকে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। সোহেল টাকা দিতে অস্বীকার করায় তারা তাকে মারধর করে। পরে দেড় লাখ টাকা, একটি মোবাইল সেট, মোটর সাইকেলসহ তাকে দোকান থেকে উঠিয়ে নিয়ে মাতাজী রোডে আওয়ামী লীগ অফিসের সামনে এনে তাকে মারধর করে।
এ সময় মিঠু তাকে উদ্ধার করতে গেলে যুবকরা তাকেও মারধর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, এ ব্যাপারে সোহেল বাদী হয়ে রাজু আহমেদ ও নয়নের বিরুদ্ধে মামলা করেছে। তারা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।