নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর বড়কুঠি এলাকায় রান্না করা খাবার প্যাকেট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেড ক্রিসেন্টের সিটি ইউনিট চেয়ারম্যান ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, গত ১২ জুলাই থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ৩০০ করে প্যাকেট খাবার বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামানিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী সিটি ইউনিট ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, কার্যনির্বাহী সদস্য কবি আরিফুল হক কুমার, ডা. এফএমএ জাহিদ, রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. মোকবুল হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ।