মহানগরীর ১৮ ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রাসিক মেয়র লিটন


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহানগরীর ১৮নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। রাসিকের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম পচার উদ্যোগে শনিবার বিকেলে শাহ মখদুম থানার মোড় সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছয় শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন মেয়র।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সব সময় মানুষের পাশে থাকে। করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। শীত শুরুর পর থেকে সারা বাংলাদেশে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর পাঠানো শীতবস্ত্র আমরা বিতরণ করছি।

 

মেয়র আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। সরকার নিজস্ব অর্থে পদ্মা সেতু সহ দেশে মেগা প্রজেক্ট সহ সার্বিক উন্নয়ন করছে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীর সার্বিক উন্নয়ন কাজ চলমান আছে। রাজশাহীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। শিল্পায়ন ও কর্মসংস্থানের জন্য তিনটি শিল্পা ল অনুমোদন দিয়েছেন। বিসিক শিল্পনগরী-২, চামড়া শিল্প পার্ক ও বিশেষ অর্থনৈতিক অ ল প্রতিষ্ঠার কাজ শেষ হলে এখানে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। এজন্য কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ জনশক্তিতে পরিণত হতে চাকরিপ্রত্যাশীদের আহ্বান জানান মেয়র।

 

মেয়র আরো বলেন, ইতোমধ্যে ভারত সরকার শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন পাঠিয়েছে। জনগণকে সুরক্ষিত রাখতে সরকার ইতোমধ্যে তিন কোটি ডোজ ভ্যাকসিন কিনতে চুক্তি করেছে। জনগণকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে সরকার।


১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম পচার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, কার্যনির্বাহী সদস্য বাদশা শেখ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, শাহমখদুম থানা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ আখতারুল আলম, যুগ্ম সাধারণ মোঃ আসকান আলী সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, ১৮নং ওয়ার্ডের (উত্তর) আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ জান বক্স।