প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আফতাব হোসেন চৌধুরীর সহধর্মীনি হেলেনাবাদ সরকারি গার্লস স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা হামিদা খাতুনের মৃত্যূতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রবিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানিয়েছেন মেয়র মহোদয়।
এদিকে মরহুমার জানাযা নামাজ বাদ জোহর টিকাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন অংশ নেন।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ৯ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন হামিদা খাতুন (ইন্নালিল্লাহি ইন্নালিল্লাহি রাজিউন)।