বিশ্বকাপের আগেই ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার এক দিনের মাথায় ছিটকে গেলেন শোয়েব মাকসুদ। লোয়ার ব্যাক (মেরুদণ্ড) ইনজুরির কারণে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল তাঁর। মাকসুদের ইনজুরিতে ভাগ্য খুলেছে শোয়েব মালিকের। মাকসুদের বদলে বিশ্বকাপের দলে জায়গা হয়েছে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের।
ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলার সময় চোট পেয়েছিলেন মাকসুদ। এরপর থেকেই অনিশ্চয়তায় ছিল তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। তাঁর পিঠের এমআরআই স্ক্যানের ফলাফল ভালো না আসায় ছিটকে পড়তে হলো বিশ্বকাপ থেকে। চোট কাটিয়ে মাঠে ফিরতে তাঁকে বিশ্রামে থাকতে হবে লম্বা সময়।
মাকসুদ ছিটকে যাওয়ায় বিশ্বকাপের দরজা খুলেছে মালিকের। এক বিবৃতিতে মালিকের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি খেলা মালিক সবশেষ জাতীয় দলে ছিলেন গত বছরের সেপ্টেম্বরে।
আগামী ১৭ অক্টোবর থেকে ওমান পর্ব দিয়ে শুরু হবে বিশ্বকাপ। মূল পর্ব মাঠে গড়াবে ২৩ অক্টোবর, সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলি, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম ও হায়দার আলি।
রিজার্ভ: উসমান কাদির, শাহনেওয়াজ দাহানি, খুশদিল শাহ।