নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: মাদকমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। নওগাঁর নিয়ামতপুরে বৃহস্পতিবার জেলাপরিষদ অডিটোরিয়ামে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন খাদ্যমন্ত্রী বীরমুক্তযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
বৃহস্পতিবার ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল ও নাদিরা বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ইশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরি, ওসি হুমায়ন কবীর, পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, সকল ইউপি চেয়ারম্যান, ভাবিচ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু প্রমূখ।
এছাড়াও সভায় উপজেলার ৫৩টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।
সভা শেষে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির নিজস্ব তহবিল থেকে প্রত্যেক মন্দিরে ২হাজার টাকা এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রাদান করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।