নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: যদি হই রক্তদাতা, জয় করব মানবতা এ স্লোগানকে সামনে রেখে গতরবিবার বিকাল ৪টার দিকে নওগাঁর চৌবাড়িয়া বাজারে মানবতা রক্তদান সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ একটি সেচ্ছায় রক্তদান, অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান । সংগঠনের সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় চৌবাড়িয়া বাজারের সোনালী ট্রেডার্সের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মানবতা রক্তদান সংগঠনের সভাপতি মারেফুল ইসলাম রুবেল।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার ভারসো ইউয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন, ছোট মল্লিকপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন সরকার, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সভাপতি, আওরপাড়া উচ্চ বিদ্যালয়ের ইসাহাক আলী, রাজনৈতিক ব্যাক্তিত্ব নওসাদ আলী, বিশিস্ট ব্যবসায়ী মির্জা মাহবুব মন্টু, হারান প্রাং, শরীফ উদ্দীন, উত্তরা কলেজের প্রভাষক সারোয়ার জাহান, ইউপি সদস্য একরামূল হক, মহিরা সদস্য জান্নাতুন নেছা প্রমূখ।