মুজিব বর্ষ উপলক্ষে নওগাঁয় শ্রমিকলীগের বৃক্ষ রোপন


রায়হান আলম, নওগাঁ প্রতিনিধি: ”মুজিব বর্ষের আহবান, প্রত্যেকে তিনটি করে গাছ লাগান” এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে, সদর আসনের সংসদ সদস্যের তত্বাবধায়নে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নওগাঁয় জেলা শ্রমিকলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বেলা ১২টায় শহরের পার নওগাঁ শেখপুরায় প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক এস এস মামুনুজ্জামান মামুন, সদর থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহিম, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আসলাম সিকদার, আব্দুর রশীদ, যুগ্ন সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মহসীন আলীসহ শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রমিকলীগের উদ্যোগে দুইশত বনজ, ফলজ ঔষুধি গাছের চারা রোপন করা হয় এবং পরবর্তীতে আরও ১০ হাজার চারা রোপন করা হবে জানান তারা।