নওগাঁ প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় জেলা আওয়ামীলীগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে শহরের নওজোযান মাঠে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক।
বৃক্ষরোপন কর্মসূচিয় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও শাকিল আহমেদ বাদল, দপ্তর সম্পাদক আমিনুল করিম তরফদার, অর্থ-সম্পাদক এম,এ খালেক, বিঞ্জান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন, জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল মজিদ, জেলা মহিলালীগের সভাপতি পারভীন আকতার সাধারন সম্পাদক লিপি সাহা, যুব মহিলালীগের সভাপতি ফেন্সি চেীধুরী ও সাধারন সম্পাদক নাতিশা আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জনিসহ জেলা আওযামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে এক কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে জেলায় প্রায় এক লাখ ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপন করা হবে।